মৌলবাদ সাম্প্রদায়িকতা রোধের দৃঢ প্রত্যয় ও চিরায়িত বাঙালী সংস্কৃতিক ধারায় সিক্ততার মধ্যে উৎসবমুখর পরিবেশে বগুড়ায় বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। বৈশাখী মেলাসহ চলছে বিভিন্ন অনুষ্ঠান।
জরা জীর্ণতা দূর করার আহবান জানিয়ে সুরের ধারায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ করা হয়। এরপর বের হয় মঙ্গল শোভা যাত্রা। প্রশাসন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত এই আয়োজনে শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে।
বগুড়া জিলা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহনকারীরা গ্রামীন ঐতিহ্যর নানা বিষয় উঠে আসে শৈল্পিকতায়। মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকালে বগুড়া পৌরপার্কে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এছাড়া শহরের সাতমাথা সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান মালার।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪