টাঙ্গাইলে সিগনালবিহীন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, দুপুরে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের মোঃ আফসের আলীর ছেলে মোঃ রহিম (২৩) তার দুই বন্ধুসহ মোটরসাইকেলে বেড়াতে বের হয়। পরে তারা আনালিয়াবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটি রেল লাইনের উপর বন্ধ হয় যায়।
তিনি আরও জানান, "এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রহিম মারা যায়। এ সময় মোটরসাইকেলের অপর দুই আরোহী লাফ দিতে গিয়ে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।"
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫