পান্তা ইলিশ- শোভাযাত্রা ও নেচে গেয়ে সিরাজগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। নববর্ষ উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন্নার সিদ্দিকা। এতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা নানা রং-ঢংয়ের পোশাক পড়ে অংশগ্রহণকরে।
এর আগে সকালে প্রভাতী সংঘরে উদ্যোগে কালেক্টরেট চত্ত্বরে পান্তা ইলিশের আয়োজন করে। এছাড়াও আমবাগান চত্বরে নাচ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব