নওগাঁর মহাদেবপুর উপজেলার মাছের মোড় এলাকায় ট্রাকচাপায় রেজাউল (৪৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল পেয়াদা পড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে রেজাউল কাজ শেষে মহাদেবপুর থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি মাছের মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রেজাউলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম