মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ বাজারের উত্তর পাশ থেকে রহিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রহিমা বরাইদ এলাকার মৃত তাহের আলীর স্ত্রী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, রাতে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম