ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কচমচ এলাকায় বাসচাপায় জমিলা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত জমিলার বাড়ি ধামরাই উপজেলার লাইড়া কুন্ডু গ্রামে।
স্থায়ীরা জানান, জমিলা সকালে কচমচ এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় আরিচা দিক থেকে আসা একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম