কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী রেহানা আক্তার(২৮) ও একই উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে রবিউল ইসলাম রবি (১৭)।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম জামে মসজিদ রোড থেকে ১২ কেজি গাঁজাসহ রেহানা ও রবিকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম