নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে কাবিলপুর ইউনিয়নে রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, সকালে কাবিলপুর ইউনিয়নে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোন গাড়ি ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। পরে তিনি ঘটনাস্থলে মারা যান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ