কথা অমান্য করে ক্রিকেট খেলতে যাওয়ায় জামালপুরের বকশীগঞ্জে মায়ের ব্যাটের পিটুনিতে মারা গেছে এক স্কুল শিক্ষার্থী। এই ঘটনায় আজ শনিবার সকালে শিশুটির মাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের মশিউর রহমানের ছেলে সূর্যনগর সরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ইশা সরকার শুক্রবার সকালে মায়ের কথা না শুনে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যায়। সারাদিন ক্রিকেট খেলে সন্ধ্যার আগে ইশা বাড়ি ফিরলে মা হাসিনা গাজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আঞ্জুমা আরা ক্ষিপ্ত হয়ে ছেলের হাত থেকে ব্যাট নিয়ে ছেলেকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শনিবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার এবং ইশার মা আঞ্জুমা আরাকে আটক করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এব্যাপারে ইশার বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে শিশু ইশার মা আঞ্জুমা আরাকে। আটক আঞ্জুমা আরাকে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ইশার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার