এসো মুক্তির নতুন দিগন্তে দীপ্ত শপথে- এই স্লোগানে লালমনিরহাটের বড়বাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব। এই উৎসবকে সামনে রেখে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া নানা রকম খেলায় ঢল নেমেছে হাজারো জনতার। আজ শনিবার বৈশাখের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ ঘোড়া দৌড় প্রতিযোগীতা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লোকজন এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়া দৌড় ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ উপভোগ করেন হা-ডু-ডু, মোরগ ধরাসহ নানা রকম খেলা। শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এসব উৎসবের শুভ উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আয়োজকরা জানান, গ্রামের অবহেলিত মানুষকে একটু আনন্দ দিতেই গ্রামীণ জনপদের নানা ধরণের হারিয়ে যাওয়া খেলা যেমন- উটকুন দিয়ে দড়ি বুনন, চেংগুপেন্টি, মোড়গ ধরা, হা-ডু-ডু, চকোর চাল খেলা, লাঠি খেলা ও বাশেঁ ওঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক দুলু জানান, বর্তমান সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে যেন যুব সমাজ ভূমিকা রাখে তাই এই আয়োজন। স্থানীয়দের আয়োজনে দীর্ঘ ১০ বছর ধরে ওই মাঠে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন সাওয়ারীরা। দেশ সেরা ও একমাত্র নারী সাওয়ারী ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তসমিনা ঘোড়া নিয়ে শনিবার এ প্রতিযোগিতায় মাঠে নামেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার