লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের একটি আম গাছ থেকে আজ দুপুরে ফারুক হোসেন (২৭) নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বৈরাতী-হাজিরহাট গ্রামের আব্দুল কাদের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়রা আজ সকালে সরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের একটি আম গাছে এলাকার জামাই ফারুক হোসেনের নগ্ন ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত যুবকের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সরিষাবাড়ি গ্রামের আশরাফ আলীর মেয়ে আফরোজাকে গত ২০১৪ সালের শেষের দিকে একই উপজেলার বৈরাতী-হাজিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফারুক বিয়ে করেন। হঠাৎ স্ত্রী আফরোজা ৬ এপ্রিল বাবার বাড়ি চলে আসলে স্ত্রীকে নিতে পহেলা বৈশাখ সন্ধ্যায় শ্বশুর বাড়িতে চলে আসেন ফারুক। নিহতের পরিবারের দাবি ফারুককে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, শ্বশুর বাড়ির লোকজন ফারুককে হত্যা করেছে বলে নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার