বগুড়ায় শনিবার সকালে র্যাব-১২ অভিযান চালিয়ে মোঃ রুবেল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ আটক করেছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের আটাপাড়ায় রুবেল ইসলাম (৩২) এর বাসায় অভিযান চালানো হয়। এসময় রুবেলের ভাড়া বাসা থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার টাকা, ১ টি ইয়াবা ট্যাবলেট প্যাকিং করার সেলাই মেশিন, ১ প্যাকেট ফুয়েল পেপার এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় রুবেল ইসলামকেও গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার জুড়ি অনন্তপুর গ্রামের মৃত বুলু সেখের ছেলে। সে আটাপাড়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বগুড়াসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর পাইকারী ব্যবসা চালিয়ে আসছিল।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল