বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে শহীদুল ইসলাম নামে (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। শহীদুল ইসলাম নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বালুরমাঠ কলোনীর হালিম ফকিরের জামাতা।
শনিবার দুপুর একটার দিকে নগরীর মেরিন ওয়ার্কশপ সংলগ্ন কীর্তনখোলা নদীর পানিতে নেমে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে শহীদুলকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
উদ্ধার অভিযানে নেতৃত্বে দেওয়া বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, শহীদুলের বাড়ি ভারতের কলকাতায়। সে বান্দ রোড বস্তিতে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিলো। গত কয়েক দিন ধরে প্রতিদিন দুপুরে সে শিশু ছেলেকে নিয়ে কীর্তনখোলায় গোসল করতো। শনিবার দুপুরে সে আগে তার শিশু সন্তানকে গোসল করিয়ে নিজে গোসল করছিলো। সে সাঁতার জানতো না। গোসল করতে নামার পর সে স্রোতের টানে হারিয়ে যায়। এ সময় তার সন্তানের চিৎকারে স্থানীয়রা সেখানে ভীড় করে।
তিনি আরও জানান, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫-২০ মিনিট তল্লাশী চালিয়ে নদী থেকে নিথর অবস্থায় শহীদুলকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানের চিকিৎসকরা শহীদুলকে মৃত ঘোষনা করেন।"
বিডি প্রতিদিন/ ১৫ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত