নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী ও মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে এক সপ্তাহ মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও জেলা প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ।
বাঁধ ভেঙ্গে গত ১ এপ্রিল বন্যার পানিতে হাওরের ফসল তলিয়ে যায়। ধান গাছগুলো পঁচে যাওয়ায় পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। এর ফলে হাওরের মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠছে। পানিও দূর্গন্ধ ও বিষাক্ত হওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ঢাকা থেকে মৎস্য বিশেষজ্ঞ টিম গিয়ে পরীক্ষা করে পানিতে অক্সিজেন সরবরাহ ও পানি শোধনের ব্যবস্থা নেন।
মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ সাহা জানান, পানিকে শোধন করতে চুন দেয়া হয়েছে। সেই সাথে অক্সিজেন বাড়াতে ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। মাছগুলোকে সতেজ হতে সময় দিতে হবে। সে জন্য মাছ ধরা বন্ধ রাখা অতি জরুরি।
জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ বলেন, পানিতে যেহেতু অক্সিজেন কমে গেছে তাই মাছগুলো দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া মাছের ডিম দেয়ার সময় হয়েছে। আগামী সাত দিন মাছ বন্ধ রাখলে পরে পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা