নোয়াখালীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আকলিমা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকালে উপজেলার নাটেশ্বর গ্রামের আব্দুল জব্বর মিয়ার নতুন বাড়ি থেকে পুলিশ ওই মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করে।
আকলিমা নাটেশ্বর গ্রামের আবদুর জব্বারের মেয়ে। সে স্থানীয় আবদুল্ল্যার হাট মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকলিমা আক্তারের সঙ্গে দীর্ঘ দুই বছর ধরে পাশের বাড়ির খোকন মিয়ার ছেলে সাজুর (২১) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি প্রেমিক সাজু বিয়ের আশ্বাস দিয়ে ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সমালোচনার ঝড় উঠে। নিরুপায় হয়ে প্রেমিকা আকলিমা আক্তার শুক্রবার সকালে সাজু সঙ্গে দেখা করে বিয়ের চাপ দেয়। এসময় সাজু তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর ওইদিন রাতেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত