মেহেরপুরের গাংনীতে ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে আজরা সাদিয়া (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া গাংনীর চক কল্যাণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী জানান, স্কুল শেষে একটি পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলো সাদিয়া। এ সময় চাকার সাথে ওড়না জড়িয়ে পড়লে সে মাটিতে লুটে পড়ে। মূমূর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সে মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৭/এনায়েত করিম