টঙ্গীতে আজ শনিবার দুপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগ্যানালে এ দুর্ঘটনাটি ঘটে। সে গাজীপুর সদরের পূবাইল বসুগাঁও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই মো. সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-জয়দেবপুর রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন আব্দুল রাজ্জাক। এ সময় ঢাকা গামী সুরমা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মুত্য হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার