বগুড়ার ধুনট উপজেলায় রোদে ধান কাটতে গিয়ে সামসুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড রোদে এবং গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
নিহত সামসুল আলম ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের জালাল উদ্দিন মন্ডলের ছেলে।
জানা যায়, শনিবার সকাল মাঠের পাকা বোরো ধান কাটতে থাকে সামসুল। এসময় অন্যান্যরাও ধান কাটছিল। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মনজুর জানান, অতিরিক্ত গরমে ও রোদে মাঠের ভেতর কাজ করার সময় সামসুল আলম হিটস্ট্রোকে আক্রান্ত হন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত