বাগেরহাটের মোরেলগঞ্জে মতুয়া ধর্মবালম্বীদের একটি বার্ষিক অনুষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় কর্তব্যরত পুলিশের এএসআই মনিরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ সন্ধ্যা ৭টার দিকে চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রমে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম ঘটনাস্থলে ছুটে গেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনুষ্ঠান চালু রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে ওই আশ্রমে মতুয়া ধর্মাবলম্বীদের বার্ষিক সমাবেশ চলছিলো। বিকেলে ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল শেখের পায়ে পাড়া দেওয়া হয়েছে এমন অভিযোগে সন্ধ্যায় অতর্কিতে হামলা চালানো হয় সেবাশ্রমের স্বোসেবকদের উপর। এ সময় কর্তব্যরত পুলিশের এএসআই মনির, স্বেচ্ছাসেবক রঞ্জন মিস্ত্রী (২০), রথিন হালদার(২২), বিধান হালদার(২৫), সমীর মন্ডল(২২), পলাশ রায়(২৬), গৌতম মিস্ত্রী(৪৬) হাতুডি পেটায় আহত হয়েছেন। গুরুতর আহত এএসআই মনিরকে চিকিৎসার জন্য মটর সাইকেলে করে বাগেরহাটে নিয়ে যাওয়া হয়েছে।
রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে থানার ওসি মো. রাশেদুল আলম এ সম্পর্কে বলেন, রাজনৈতিক কারণে দুই মেম্বারের মধ্যে একটু সমস্যা হয়েছিলো তা আবার মিটে গেছে। অনুষ্ঠান চলছে।
জানা গেছে, প্রতি বছরের ২২ বৈশাখ (৬ মে) শ্রীশ্রী বিপিন চাঁদ সাধু ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার বাড়ির আশ্রমে মতুয়া ভক্তরা সমবেত হন। এক দিনের ওই সমাবেশে বিভিন্ন জেলার ১০/১২ হাজার লোকের সমাগম ঘটে।
সেবাশ্রমের সভাপতি সাবেক প্রধান শিক্ষক শুনিল মজুমদার বলেন, ১৯৭১সালের এই দিনে এমন একটি অনুষ্ঠানে হামলা করে ২০৫ জন লোককে হত্যা করে পাকবাহিনী। আজ স্বাধীনতার ৪৬ বছর পরে আবারো সেই একই অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মতুয়া নেতা সাগর সাধু ঠাকুর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু ঘটনাস্থলে অবস্থান করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার