পাবনার সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। এসময় প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ও বিকেলে উপজেলার পুরানচর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান, চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৭/আরাফাত