সাভারে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সড়কের পাশে পথচারীরা পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে।
এরপর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মিত্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর এনাম মেডিকেল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ০৭ মে ২০১৭/আরাফাত