গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে আতা মোল্লা (৭১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার জাঙ্গালীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের ধারনা, শনিবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আতা মোল্লা।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া এলাকায় নিজ বাড়ির পাশে আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আতা মোল্লার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল