বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আওয়ামী লীগ দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রেখেছে। দলের মধ্যে এখন কোন প্রকার বিভ্রান্তি, গ্রুপিং বা মতানৈক্য সৃষ্টির সুযোগ নেই। সকলকে একমঞ্চে থেকে রাজনীতি করতে হবে। রবিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোরেলগঞ্জ উপজেলঅ আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিলন দলের নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, নিজেদের টাকায় পদ্মা সেতু, সমুদ্রসীমা জয়, সীটমহল সমস্যার সমাধান ও দেশকে উন্নয়নের মহসড়কে তুলে নেওয়ার পিছনে একমাত্র শেখ হাসিনার অবদানই স্মরণীয়। তাই আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই নিজেদের মধ্যকার সকল দিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে নির্বাচনে জয়লাভ করতে হবে।
আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন দত্ত, নাসির উদ্দিন মৃধা, দপ্তর সম্পাদক মাস্টার আব্দুস সাইদ, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল