বরিশাল নগরীর রূপাতলী শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি ট্রাক বোঝাই গলদা চিংড়িংর পৌঁনে ৩ লাখ রেনুসহ ১২ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এপিবিএন জানায়, কুয়াকাটা থেকে গলদা চিংড়ির বিপুল পরিমান রেনু পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশের একটি দল দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। সকালে বাগেরহাটের ফকিরহাটগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশী করে ১২টি ব্যারেল বোঝাই ২ লাখ ৭৫ হাজার পিস গলদা চিংড়ির রেনু জব্দ করেন। এসময় ১২ জন ব্যবসায়ী ও শ্রমিককে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করেন এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল