সিলেট জেলা রেজিস্ট্রারি অফিসের রেকর্ডরুম হতে দলিল চুরি ও চুরি হওয়া দলিলের বালাম বইয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সিলেট জেলা রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা নাগরিক কমিটি ও দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রেজিস্ট্রারি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে রেকর্ডরুম হতে প্রায়ই দলিল চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া এসব দলিলের সবধরণের রেকর্ড নিশ্চিহ্ন করে দিতে বালাম বইয়ে আগুন দেয়া হয়েছে। এতে অনেক ভূমি মালিক তাদের ভূমির মালিকানা নিয়ে শঙ্কায় পড়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালিক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর দিনার খান হাসু, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২