প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জামালপুরের পরিবহন মালিক ও শ্রমিকরা।
রোববার সকালে জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের ফেরিঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, মন্ত্রীসভায় অনুমোদিত প্রস্তাবিত সড়ক পরিবহন আইনটি রাষ্ট্রীয় শ্রম আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই আইনের অনেক ধারাই পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থবিরোধী। এ অবস্থায় আইনটি সংশোধনের দাবি রাখে।
সমাবেশে বক্তব্য রাখেন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব।
সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় তারা।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল