টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে-২০১৭ এর ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর উদ্যোগে আজ রোববার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাঙ্গাইল আই ই বি উপ-কেন্দ্রর সভাপতি নির্বাহী প্রকৌশলী পিডিবি ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল ইসলাম, আই ই বি উপ-কেন্দ্রর সাধারণ সম্পাদক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্রটাইল ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যক্ষ ড. মো. ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। র্যালিতে সরকারি-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল