নওগাঁর নিয়ামতপুরে খামার যন্ত্রপাতিকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় টিএলবি মায়ামারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দিবসটি পালিত হয়।
স্থানীয় কৃষক মতিউর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার সফিউল হকের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রকৌশলী মাজাহারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মারুফ বিন রশিদসহ স্থানীয় কৃষক ও জনসাধারণ।
মাঠ দিবসের আলোচনা শেষে কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। মিনি কমবাইন্ড হারভেস্টার যা দ্বারা ধান কাটা ও মাড়াই এর কাজ এক সঙ্গে হবে। এর বাজার মূল্য ৭ লাখ টাকা। কিন্তু সরকারের ৫০ শতাংশ ভর্তুকির প্রেক্ষিতে মাত্র ৩ লাখ ৫০ হাজার টাকায় কৃষকরা ক্রয় করতে পারেন। এটি ঘণ্টায় দেড় থেকে দুই বিঘা ধান কাটা ও মাড়াই করতে পারবে। ডিজেল খরচ ১ থেকে দেড় লিটার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্র জানায়, এ পর্যন্ত ১৩ জন কৃষকের জন্য এ যন্ত্রটির অনুমোদন হয়েছে। ক্রয় করেছে ৪ জন। যতজন ইচ্ছে এটি ক্রয় করতে পারেন। আর একটি যন্ত্র যার নাম রিপার এর প্রদর্শন করা হয়। রিপার যা দ্বারা শুধু ধান কাটা হবে। এর বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকী দেওয়া মাত্র ৮৫ হাজার টাকায় কৃষকরা এটা ক্রয় করতে পারবেন। এটি ঘণ্টায় ১ বিঘার ধান কাটতে পারবে। ডিজেল খরচ ১ লিটার। এ পর্যন্ত উপজেলায় ২জন কৃষক এটা ক্রয় করেছেন।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৭/এনায়েত করিম