গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে লেগুলার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। রবিবার উপজেলার ২ নম্বর সিএনবি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়েক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার শিমুলিয়া এলাকার শামছুল হকের ছেলে লেগুনা চালক জসিম উদ্দিন (২৮) ও গাজীপুরের জয়দেবপুর থানার নয়াপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেগুনার যাত্রী জহিরুল ইসলাম (২৭)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীপুর উপজেলার ২নম্বর সিএনবি (আনসার রোড) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি লেগুনা দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই লেগুনা চালক জসিম উদ্দিন ঘটনাস্থলে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জহিরুল ইসলাম নামে এক যাত্রী মারা যান।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব