সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ফজর আলী(৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক ফজর আলী হলেন উপজেলার জালালাবাদ মৃত মান্দার খাঁর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার জালালাবাদ গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা নং-১৩(০৫)১৭ দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব