নওগাঁর বদলগাছীতে ইট বোঝাই একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সোহাগ আলী (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত সোহাগ উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, রবিবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের পাকা রাস্তায় ইট বোঝাই একটি ট্রাক্টর সর্মাপুর যাওয়ার পথে গোপালপুর গ্রামে পৌঁছালে ওই পথচারীকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব