খাগড়াছড়ির দুর্গম নুনছড়ির থলিপাড়া এলাকায় সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন চীরঞ্জিব ত্রিপুরা বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চীরঞ্জিব ত্রিপুরা (৫৫) নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পর তার ছেলে কর্ণ ত্রিপুরা (৩০) মারা যায়।
হমলায় চিরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা (৪৫) ও ছেলের বউ বিজলী ত্রিপুরা (২৮) আহত হয়েছেন।
ইউপি সদস্য কালিবন্ধু ত্রিপুরার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত