পাবনায় ডা: জহুরুল কামাল ডিগ্রী কলেজের শিক্ষকরা জেলা রেজিষ্ট্রার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে। সোমবার দুপুরে তারা এই কর্মসূচী পালন করে।
বিক্ষোভকারী শিক্ষকরা এ সময় জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করনের ঘোষনা করেন সরকার। জাতীয়করনের তালিকায় স্থান পাওয়ার পরেও তারা কলেজের “ডীড অফ গিফট” অনুযায়ী কলেজটির জমি রেজিষ্ট্রি করে না নেওয়ায় তারা এই কর্মসূচী পালন করেন।
জাতীয়করনের শর্তানুযায়ী কলেজের জমি সরকারের নামে লিখে দেওয়ার কথা থাকলেও একটি চক্র তাদের জমি রেজিষ্ট্রি করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন। তারা অবিলম্বে “ডীড অফ গিফট” এর আওতায় ডা: জহুরুল কামাল কলেজের জমিটি রেজিষ্ট্রি করার দাবী জানান।
এ ব্যাপারে ডা: জহুরুল কামাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, "শুরু থেকেই সুজানগর পৌর সদরের বাহিরের আমাদেও কলেজটি জাতীয়করনের তালিকায় স্থান পাওয়ায় সুজানগর পৌর এলাকার কতিপয় লোকজন আমাদের ঝামেলা করছেন। তারাই মুলত সাব রেজিষ্টারকে ভয় ভীতি প্রদর্শন করে এই ঝামেলা করছেন। তারাই মুলত সাব রেজিষ্টারকে প্রান নাশের ভয় দেখিয়ে এই কাজ বন্ধ রেখেছেন। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।"
এ বিষয়ে সুজানগর উপজেলা সাব রেজিষ্টার আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে বলেন, "আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেছি। ইতিমধ্যেই থানায় একটি এজহারও দিয়েছি। এখানে আমার কি করনীয় আছে।"
জেলা রেজিষ্ট্রার মনিন্দ্র নাথ বর্মন বলেন, "এটি আমার কাজ নয়, তার পরেও আমার নিকট একটি অভিযোগ এসেছে, মূলত রাজনৈতিক বিষয় হওয়ার কারনেই এমনটি হচ্ছে। অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।"
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩