চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদুৎস্পৃষ্টে যুবলীগ নেতা শাহীন হালসনার (৩৫) মৃত্যু হয়েছে। তিনি দেউলি গ্রামের চিৎলা হাসপাতাল মোড় বাজার কমিটির সভাপতি এবং পেশায় ছিলেন ওষুধ ব্যবসায়ী।
মৃত শাহীন দেওলী গ্রামের নাসির হালসনার ছেলে এবং স্থানীয় যুবলীগ নেতা।
মঙ্গলবার সকালে নিজ বাড়ির বৈদ্যুতিক মটরে গোসল করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শাহীন বাড়ির পানি না উঠায় মটরের সঙ্গে সংযুক্ত টিউবওয়েল চেপে পানি তুলতে যান। এসময় আগে থেকে বিদ্যুতায়িত থাকা টিউবওয়েলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শাহীন। তিনি দুই কন্যা সন্তানের জনক।
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/আরাফাত