রাঙামাটিতে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাট নৌ-নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী।
এসময় রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌ র্যালি বের করা হয়। র্যালিটি উন্নয়ন বোর্ডঘাট থেকে শুরু হয়ে কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাঙামাটি ফায়ার সার্ভিস ঘাটে এসে শেষ হয়। এ র্যালিতে কয়েকশ লঞ্চ ও বোট বরনীল সাজে অংশগ্রহণ করে।
এছাড়া নৌ-নিরাপত্তা সেবা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনাসভা, উদ্বুদ্ধকরণ সভা, সচেতনতামূলক লিফলেট বিতরন, লঞ্চ-বোট চালকদের অধিকতর প্রশিক্ষণ প্রদান, কাপ্তাই হ্রদে চলাচলরত লঞ্চ এবং ট্যুরিস্ট বোটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা। র্যালিতে অংশগ্রহণ করেন রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ এস এম রিয়াদ হাসান, পর্যটন কর্পোরেশন রাঙাগামাটি কেন্দ্রের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমাসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ