নাশকতার মামলায় সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং তরিকুল ইসলাম দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার যুগিখালি ইউনিয়নের বামনখালী নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
শফিকুল ইসলাম উপজেলার যুগিখালি ইউনিয়নের নারায়পুর গ্রামের মৃত রজাউল্লাহ সরকারে ছেলে এবং তরিকুল শিংহলাল গ্রামের মো. ওসমান সরদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার যুগিখালি ইউনিয়নের বামনখালী নামক স্থান থেকে শফিকুল ইসলাম ও তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা(নং ৩১/১১/১৭) রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব