কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৯শ' ৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে ইউপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণলায়ের কুমিল্লা জেলার উপ-পরিচালক মোঃ গোলামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকতা সাঈদুর রহমান, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ, ইউপি সচিব আবদুর রবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাজেটে আয়ের খাত হিসেবে কর আদায়, লাইসেন্স প্রদান-নবায়ন ও ইজারা খাতে ১২ লাখ ৭৬ হাজার ২শ' টাকা। সংস্থাপন, স্থাবর, সরকারি অনুদান ও এলজিএসপিসহ বিভিন্ন সরকারি বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৭শ' ৩৬ টাকা। অপরদিকে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান উলেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল