ঝালকাঠিতে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবাসায়ী ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চেম্বার অব কমার্স ইন্ডাসট্রি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান প্রধান অতিথি ছিলেন।চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং চেম্বারের সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে আহ্বানও জানান তারা।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ