লালমনিরহাটের শেখ রাসেল শিশুপার্কের পিছন থেকে ৭ জন শিবির নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে জেহাদী বই, ৮ বোতল ভর্তি পেট্রোল ও দিয়াশলাই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়,আটককৃতরা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা চালানোর জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট পুলিশ আজ ভোরে পার্কের পিছন থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা লালমনিরহাট সরকারী কলেজের বিভিন্ন ইউনিটের ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদক। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল