মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, শান্তি ও আইন শৃক্ষলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শের-ই-বাংলা স্মৃতি পদক-২০১৭ তে ভূষিত হয়েছেন। আগামী ১৮ মে বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে ঢাকা কাকরাইলস্থ আইডিইবি ভবন মাল্টিপারপাস হলে এ পদক তুলে দেবেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শেরে-ই -বাংলা একে ফজলুল হক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ৬৪ জেলা থেকে বাছাইকৃত ১০ জেলার পুলিশ সুপারদের দেয়া হচ্ছে এ পদক। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএমকে সম্মানিত এই পদকে ভূষিত করায় অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা রেডক্রিসেন্ট, এ্যাপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জসহ জেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল