নাটোরে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় নাটোর রেল স্টেশেনের অদুরে হুগোলবাড়িয়া রেলগেটের পূর্বে সারের গোডাউনের পাশে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও তাদের নাম বা পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, মা সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তারা। এ ব্যাপারে নাটোর রেলষ্টেশনের কর্তব্যরত মাষ্টার খান মনিরুজ্জামান জানান, মঙ্গলবার আনুমানিক দুপুর দেড়টায় মা ও মেয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঐ সময় সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা-মেয়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। তবে নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন জানান, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ