লক্ষ্মীপুরে নির্মাণাধীন ব্রীজের কাজ পরিদর্শনে গিয়ে পা পিছলে খালে পড়ে পৌরসভার মেয়র আবু তাহের গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা শহরের রহমতখালী খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করতে গেলে এ দুর্ঘটনার শিকার হন মেয়র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এসময় মেয়রের অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন। এদিকে মেয়র আহত হওয়ার খবর পেয়েই পরিবারের সদস্য ও পৌর কাউন্সিলররা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমান।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ