নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোকছেদুল মোমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোকছেদুল মোমিন নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি দলীয় প্রার্থী প্রভাষক শহকত হায়াত শাহ্ ধানের শীষ প্রতীক নিয়ে ২০ হাজার ৩৯৮ ভোট পান।
এছাড়াও জাতীয় পার্টি (এ) প্রার্থী ইলিয়াছ চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে ১৮ হাজার ২৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আব্দুল মুনতাকিম আনারস প্রতীক নিয়ে সাত হাজার ছয়শ ৩৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হফেজ নুরুল হুদা হাতপাখা প্রতীক নিয়ে তিন হাজার ৩৫৪ ভোট পান।
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/ ই জাহান