পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে সিভিল সার্জনের বাস ভবনের প্রধান ফটকের সামনে শুয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন এক আইনজীবী। তিনি হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড় সিংগিয়া গ্রামের প্রণব কুমার রায়ের ছেলে পলাশ কুমার রায়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ফিরে এসে তিনি সিভিল সার্জনের বাস ভবনের সামনে শুয়ে পড়েন। এসময় সাধারণ মানুষের ভীর লক্ষ্য করা যায়। এতে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন।
রোগীর সাথে কথা বলে জানা গেছে, সোরিয়াসিস নামের এক প্রকার চর্ম রোগে আক্রান্ত হয়ে গত চার দিন আগে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। এই চার দিনে হাসপাতালে কোন ডাক্তার তার চিকিৎসা করেননি । দু'একবার খোঁজ খবর নিয়েছেন মাত্র। পরে তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিবসহ বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। উপর মহলে যোগাযোগের খবরটি চিকিৎসকরা জানতে পারলে তাকে মঙ্গলবার সকালে জোড় করে ছাড়পত্র ধরিয়ে দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। পরে তিনি সিভিল সার্জনের বাস ভবনের সামনে শুয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তিন ঘণ্টা অবস্থানের পর বিকেলে তার এলাকাবাসী এসে তাকে পুনরায় চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে ভর্তি করে।
এদিকে সিভিল সার্জন ডা. পিতাম্বর রায় বলেছেন, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন রোগী। তাছাড়া আমাদের হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ নেই। আমরা তাঁর চিকিৎসা দিয়েছি। তাঁকে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার পরামর্শ দিয়েছি।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল