দীর্ঘ ১৩ মাস পর ৬ বছরের ছেলেকে নিয়ে কারাবাসের পর ভারতে ফিরে গেল দুই নারী। তারা দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন।
মঙ্গলবার সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশ।
এরা হলো, ভারতের মালদা জেলার বামনগোলা থানার মাদীপুকুর গ্রামের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো, তার শিশু ছেলে সুব্রত মাহাতো এবং শাশুড়ী পূর্ণিমা মাহাতো।
হিলি অভিবাসন পুলিশের ওসি আফতাব হোসেন জানান, গত বছরের ৩১ মার্চ আটককৃতরা অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি তাদের আটক করে মামলা দেয়। পরে আদালত শিশু সুব্রতকে তার মায়ের সাথে থাকার নির্দেশ দিয়ে তাদের দুইজনকে সাজা দেয়। আইনী প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ মাস পর অবশেষে ভারতে ফিরে গেল তারা।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল