নড়াইলে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েচে। গত ২৪ ঘণ্টার এ অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ৩৯০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল পর্যন্ত সদর থানায় ১১ জন, লোহাগড়া থানায় ৯ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতি থানায় ৬ জনকে আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫ মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা হয়েছে। নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/এনায়েত করিম