অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সন্দ্বীপে এবার সোহেল রানা ওরফে বচা বাবলু নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। বুধবার সকালে সন্দ্বীপ পৌরসভার টেকবাজ ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বচা বাবলু সন্দ্বীপের তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।
সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলাম বলেন, সোমবার রাতে মোটরসাইকেলে ঘরে ফিরছিলেন বাবলু। এ সময় তাকে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয়। বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বাবলু খুন হয়েছে বলে ধারণা করছি। বাবলুর সাথে দলীয় আরেকটা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে খুন হতে পারেন তিনি। তার বিরুদ্ধে দুটি হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। বাবলু সন্দ্বীপের তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ