ভালুকায় বনভূমি দখলের উদ্দেশে একশত আকাশমনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ি বিট এলাকায় সাইনবোর্ড নামক স্থানে।
হবিরবাড়ী বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরী জানান, মঙ্গলবার রাতে ওই জমিতে গাছ কাটার খবর পেয়ে তিনি গার্ডদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন অনুমান শতাধিক আকাশমণি গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ভালুকা রেঞ্জ কর্মকর্তা আ. কাদের জানান, ২৭৫ নং দাগের জবর দখল হওয়া বনভূমি উদ্ধার করে তাতে শাহনাজ বেগমের নামে অংশীদারিত্বের ভিত্তিতে বনায়ন করা হয়। ভূমি দস্যুরা ওই জমি পুনঃ জবর দখলের উদ্দেশ্যেই মঙ্গলবার রাতের আঁধারে গাছগুলি কেটে ফেলে। তিনি আরও জানান, যারা ওই জমি পূর্বে জবর দখল করেছিলেন গাছগুলি তারাই কেটেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ