বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা, সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মথুরাপুর ইউনয়িন যুবলীগের সভাপতি মধুপুর গ্রামের মৃত. রহমত উল্লাহর ছেলে আমিনুল ইসলাম (৩০), রুদ্রবাড়িয়া গ্রামের গোলজার খানের ছেলে আবু বক্কার (৪০), সারিয়াকান্দি উপজেলার কড়িতলা গ্রামের হামিদুর রহমানের ছেলে রেজানুর হাসান (৪৫) ও দক্ষিন কাসাহার গ্রামের নজিবুল হকের ছেলে শুকুর আলী (৩৮)।
এর মধ্য ২০১৩ সালে একটি মামলার গ্রেফতারি পরোয়ানামুলে আমিনুল ইসলাকে গ্রেফতার করা হয়। এছাড়া ভুয়া র্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালে আবু বক্কারের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১১ সালের ২১ জুন আদালত তার বিরুদ্ধে এক বছরের সাজার আদেশ দেন। দণ্ডের আদেশ জানার পর থেকে পলাতক ছিলেন আবু বক্কার। এদিকে, মাদক ব্যবসার অভিযোগে ৪ লিটার চোলাই মদসহ রেজানুর রহমান ও শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মুলে আমিনুল ইসলাম ও আবু বক্কারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত রেজানুর রহমান ও শুকুর আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব