আলমডাঙ্গার মুন্সীগঞ্জ বাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ রিমা খাতুন (২৮) এক সন্তানের জননী এবং আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের রাশিদুল হকের স্ত্রী।
বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিমা খাতুন মারা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আহমেদ নিহতের নিকটজনদের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার দুপুরে রিমা খাতুন তার পিতার বাড়ি আলমডাঙ্গার বড় গাংনী থেকে ইজিবাইকে চড়ে স্বামীর বাড়ি আলমডাঙ্গার এরশাদপুরে যাচ্ছিল। বেলা ১টার দিকে ইজিবাইকটি মুন্সীগঞ্জ বাজরে পৌঁছালে রিমা খাতুনের ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে যায়। এতে শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়ে রিমা খাতুন। স্থানীয়রা রিমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে মারা যায় রিমা খাতুন।